বিসিএসআইআর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার পরিবর্তিত সময়সূচী ও পরীক্ষা কেন্দ্র প্রকাশ-2023

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) একটি নোটিশ প্রকাশ করেছে। সেখানে উল্লেখ আছে যে, অনিবার্য কারণ বশতঃ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সাইন্টিফিক অফিসারের অস্থায়ী পদের কেমিস্ট্রি বিষয়ের এবং রিসার্চ কেমিস্ট পদের কেমিস্ট্রি বিষয়ের লিখিত পরীক্ষা ১৯/০৫/২০২৩ তারিখ শুক্রবার সকাল ১১.০০ টার পরিবর্তে ২৬/০৫/২০২৩ তারিখ শুক্রবার সকাল ১১.০০ টায় বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, ড.কুদরাত এ খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হবে।

পদের নাম ও বিষয় : সাইন্টিফিক অফিসার ( অস্থায়ী পদ) বিষয় : কেমিস্ট্রি এবং রিসার্চ কেমিষ্ট (স্থায়ী পদ) বিষয় : কেমিস্ট্রি  

লিখিত পরীক্ষায়তারিখ ও সময় :   ২৬-০৫-২০২৩ ,শুক্রবার,সকাল ১১:০০ টা                                                           পরীক্ষার কেন্দ্র : বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, ড.কুদরাত এ খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা ।                                                                                                                                                         

২।  লিখিত পরীক্ষায় ফলাফল কখন প্রকাশ করা হবে তা পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে প্রার্থীদেরকে নোটিশ আকারে জানিয়ে দেয়া হবে। লিখিত পরীক্ষার সময় প্রার্থীগণকে প্রবেশপত্রের মূল কপি (রঙিন) সংগে রাখার অনুরোধ করা হলো। পরীক্ষার ফলাফলের নোটিশে মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীগণকে মূল প্রবেশপত্র (রঙিন), চাকরির আবেদনর কপি (রঙিন), জাতীয় পরিচয় পত্রের মূল কপি, অভিজ্ঞতার সনদ (প্রয়োজ্য ক্ষেত্রে), সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, থিসিস পেপার (প্রয়োজ্য ক্ষেত্রে), এবং মূল নম্বরপত্রসহ প্রত্যেকটির এক সেট করে ফটো কপি সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা থিসিস পেপারের ফটোকপি আনার প্রয়োজন নেই।

৩। স্বাস্থ্য বিধি অনুসরণ করে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিসিএসআইআর

বিসিএসআইআর বাংলাদেশ সরকারের পরিচালিত একটি মাল্টিডিসিপ্লিনারি গবেষণা প্রতিষ্ঠান। এটির আরেক নাম সাইন্স ল্যাবরেটরি। সংস্থাটি শিল্প গবেষণায় নিয়োজিত থাকলেও কিছু মৌলিক গবেষণাও করে থাকে। যেমন :- উন্নতচুলা, স্পিরুলিনা, সৌরবিদ্যুত, বায়োগ্যাস, ফায়ার এস্টিংগুসার ইত্যাদি।

গবেষণাসহ এটি শিল্পকারখানাসমূহের বিভিন্ন সেবা দিয়ে আসছে। এটির কেন্দ্রীয় অঙ্গ প্রতিষ্ঠানসমূহের অবস্থান ধানমন্ডির এলিফ্যান্ট রোডে।

 

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে অনুসরণ করুন।

বিভিন্ন নোটিশ সম্পর্কিত নির্ভুল তথ্য সবার আগে পেতে এখানে অনুসরণ করুন

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *