১. (ক) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। ৮ জানুয়ারী ২০২৪ দুপুর ১২টা থেকে ১৭ জানুয়ারী ২০২৪ রাত ১২ টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে।

(খ) প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বচ্চ ৭২,০০০ (বাহাত্তর হাজার) জনসহ বিভিন্ন কোটার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। চূড়ান্ত আবেদনের সময়সীমা প্রথম দফা: ২৬ জানুয়ারি ২০২৪ থেকে ২৯ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত, দ্বিতীয় দফা : ০১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ০৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত, তৃতীয় দফা : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ০৭ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত এবং চতুর্থ দফা: ১০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।

(গ) আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা ০৫, ০৬ ও ০৭ মার্চ ২০২৪ তারিখে (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারে) অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার রুটিন যথাসময়ে প্রকাশিত হবে। চার শিফটে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে:

(১) সকাল ০৯:০০ থেকে ১০:০০ টা পর্যন্ত (২) সকাল ১১:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত (৩) দুপুর ০১:০০টা থেকে ০২:০০ টা পর্যন্ত এবং (৪) বিকেল ০৩:৩০ টা থেকে ০৪:৩০ টা পর্যন্ত।

২. ভর্তি আবেদনের যোগ্যতা

(ক) ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি /সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি, A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় ( এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষর্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে। তবে তাদের মার্কশিট থাকতে হবে।কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-এ উত্তীর্ণ শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে। তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

(খ) ★ মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।

★ বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদন কারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।

★ বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

★ জিসিই O লেভেল পরীক্ষায় ৫ টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্তত ২ টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪ টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩ টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন ( ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনকালে অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে।

(গ) ভর্তি পরীক্ষার পূর্ণমান, সময় ও পরীক্ষা গ্রহণের পদ্ধতি এইচএসসি ২০২২ ও ২০২৩ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B ও C তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটই আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে ১ (এক) ঘন্টা। পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০ টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। প্রতি ৪ টি ভুল উত্তরের জন্য ১ (এক) নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০। এছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বিশেষ কোটার প্রার্থীদের আবেদন করতে হবে।

ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কতৃক আরোপিত শর্ত, অনলাইনে আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার রুটিন ও প্রয়োজনীয় তথ্যাবলী যথাসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশিত হবে। পরীক্ষাকক্ষে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি) সঙ্গে রাখা যাবে না। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর দুই কান ও মুখমণ্ডল অনাবৃত রাখতে হবে।

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রবেশ করুন। তাছাড়া নিচের দেওয়া নোটিশটি অনুসরণ করতে পারেন।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেকেই দেখে। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান। বিশ্ববিদ্যালয়টির পড়ালেখার মানও যেমন ভালো তেমনি বিশ্ববিদ্যালয়টির পরিবেশও অনেক সুন্দর। ১৯৫৩ খ্রিষ্টাব্দের ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির অবস্থান রাজশাহী শহর থেকে পাঁচ কিলোমিটার পূর্বদিকে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটির আয়তন প্রায় ৭৫৩ একর বা ৩০৪ হেক্টর। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শায়িত আছেন বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক শহীদ ড. মোহাম্মদ শামসুজ্জোহা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম রাবি।

আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা বিস্তারিত বিষয়াবলী বুঝতে সক্ষম হয়েছেন। আমাদের এই সাইটে সকল প্রকার ভর্তির আবেদন সম্পর্কিত বিজ্ঞপ্তি এছাড়া বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন পরীক্ষার সময়সূসী, বিভিন্ন পরীক্ষার ফলাফল, বিভিন্ন পরীক্ষার রুটিন ইত্যাদি যথাসময়ে নির্ভুলভাবে প্রকাশ করা হয়। তাই এসকল বিষয়ে সবার আগে সঠিক তথ্য পেতে এখানে অনুসরণ করুন। এটি একটি বিশ্বস্ত ওয়েবসাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *